শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১৪ ১৪৩১ |   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

হজের টাকা আত্মসাৎ, বাবা-ছেলের প্রতারণার শিকার নারী 

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২ ২১ ০৯ ০১  

হজের-টাকা-আত্মসাৎ-বাবা-ছেলের-প্রতারণার-শিকার-নারী 

হজের-টাকা-আত্মসাৎ-বাবা-ছেলের-প্রতারণার-শিকার-নারী 

গাজীপুরে এক প্রতারক চক্রের সদস্য বাবা-ছেলের খপ্পরে পড়ে স্বপ্নের হজ পালন করা হলো না মোসা. মীম খান নামে এক নারীর। মীম পবিত্র কাবা শরিফ জিয়ারত ও পবিত্র হজ পালনের আশায় তিল তিল করে জমানো ২ লাখ ৬৭ হাজার টাকা ‘বুলবুল হজ্ব ট্রাভেলস’ এর মালিক মো. আজিজুর রহমান বুলবুলি ও তার ছেলে ফেরদাউস মোল্লার হাতে তুলে দেন ২০২১ সালে। 

পার্টপোর্ট, বাড়ি ভাড়া, কুরবানির পশু ক্রয়সহ বিভিন্ন খাতে খরচ বাবদ স্থানীয় বাদশা, রাশেদ, রেহেনা আক্তার ও রাজিয়া সুলতানাসহ কয়েকজনের উপস্থিতিতে ওই টাকা হাতিয়ে নেন তারা (বাবা-ছেলে)। ১৮ মাস গত হয়ে গেলেও মীম খানের কপালে আর স্বপ্নের হজ পালন করা ভাগ্য জোটেনি। 

বাধ্য হয়ে সোমবার গাজীপুরে মামলা দায়ের করেন মীম।  

মীম জানান, গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার পীরমঞ্জিলের মালিক মো. আজিজুর রহমান ও তার ছেলে ফেরদাউস এর নিজ বাড়ির নিচ তলায় ‘বুলবুল ট্রাভেলস’ নামে একটি অফিস রয়েছে। তিল তিল করে টাকা যোগার করে হজ পালনের উদ্দেশ্যে তিনি ওই ট্রাভেলস অফিসে যান। আজিজুর রহমান বুলবুলিকে তার স্বপ্নের হজ পালনের কথা জানান। এ সময় তার ছেলে ফেরদাউস মীমকে আশ্বস্থ করেন এবং জানান তাদের এই এজেন্সির মাধ্যমে প্রতিবছর শতশত মানুষ হজ পালনে মক্কা-মদিনায় গমন করেন। তাদের কথায় মীম আশ্বস্থ হয়ে ২০২১ সালের ১৫ মার্চ পার্টপোর্ট, বাড়ি ভাড়া, কুরবানির পশু ক্রয়সহ বিভিন্ন খাতে খরচ বাবদ ২ লাখ ৬৭ হাজার টাকা প্রদান করেন। 

গত ১৮ মাসেও মীমের হজ পালনের কোনো ব্যবস্থা করেনি বুলবুল ট্রভেলস এজেন্সি। বাদ্য হয়ে তিনি বাবা-ছেলের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করেছেন। 

মীম আরো জানান, মো. আজিজুর রহমান বুলবুলি ছিলেন বোর্ডবাজার এলাকার স্থানীয় একটি মসজিদের ইমাম। সঙ্গতকারণেই এলাকার মানুষ তাকে অনেক বিশ্বাস করেন। মানুষের এ সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তিনি প্রতারণা করছেন। বাড়ি গাড়িসহ বহু অর্থসম্পদের মালিক হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদারীপুরসহ বিভিন্ন জেলায় মানবপাচার ও প্রতারণার মামলা রয়েছে। 

অভিযোগের বিষয়ে জানতে মো. আজিজুর রহমানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি।

Provaati
    দৈনিক প্রভাতী